গতকাল ১১ এপ্রিল সন্ধ্যা ৫টা সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ( পিপিএম সেবা)ও সদর সার্কেল নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, ডিবি-১, জামালপুরের তত্ত্বাবধানে এসআই/এহসানুল হক এবং সঙ্গীয় অফিসার ফোর্সের একটি চৌকস টিমের অভিযানে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন কাউনিয়ারচর এলাকা হইতে মাদক ব্যবসায়ী ১। মো: ফুল মিয়া (৩৫), পিতা- মো: হরফ আলী, মাতা- মোছা: ফুলজান, সাং- করাতি পাড়া, থানা- রাজিবপুর, জেলা- কুড়িগ্রামকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক হয়। এসআই/আপেল মাহমুদ এবং সঙ্গীয় অফিসার ফোর্সের একটি চৌকস টিমের অভিযানে একই তারিখ বিকাল ৫ টা সময় জামালপুর জেলার মেলান্দহ থানাধীন ভাবকী বাজার টু রশিদপুর গামী মধ্যেরচর সাকিন হইতে মাদক ব্যবসায়ী ১। মো: খোরশেদ আলম (২২), পিতা- নুরুল ইসলাম, মাতা- পরী বেগম, ২। মো: মামুন(২৭), পিতা- মো: মহর আলী, মাতা- মোছা: মালেকা বেগম, উভয় সাং- চেংটিমারি, থানা- দেওয়ানগঞ্জ, জেলা- জামালপুরদ্বয়কে ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
এসআই/মো: আতিকুর রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে একই তারিখ ১৬.১০ ঘটিকায় জামালপুর সদর থানাধীন শরিফপুর বাজার এলাকা হইতে মাদক ব্যবসায়ী ১। মো: আব্দুল গফুর (৫০), পিতা- মৃত আব্দুল হামিদ, সাং- মির্জাপুর, থানা+জেলা- জামালপুরকে ৩০০(তিনশত) গ্রাম গাজাসহ আটক করেন।
উপরোক্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করতে: বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।