পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে স্বৈরাচারী শাসক তৈরি হতেই থাকবে বলে মন্তব্য করেছেন

ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আরশাফ আলী আকন্দ।

তিনি শনিবার দুপুরে নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী (উঃ) শাখা এর উদ্যোগে আয়োজিত জনসভা প্রধান অতিথি বক্তব্যে এ মন্তব্য করে।

তিনি আরোও বলেন , ৫ আগস্টের পর নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। এখন পূর্বের বাজে নীতিগুলো বহাল তবিয়তে রাখার সুযোগ নেই। অতীতে শুভঙ্করের ফাঁকি দিয়ে দেশের মানুষকে রাজা প্রজায় বিভক্ত রাখা হয়েছিল। সিস্টেমগত ত্রুটির ফাঁকফোকরের মাধ্যমে স্বাধীনতার পর থেকে প্রতিনিয়ত স্বৈরাচার শাসকের কবলে পড়েছিল দেশের মানুষ। এজন্য পিআর তথা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরাচার তৈরির পথ বন্ধ হবে। দেশের সকল মানুষের ভোটাধিকারের মূল্যায়ন হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র সংস্কারে যে ৪ টি প্রস্তাবনা দিয়েছে, তা কার্যকর হলে অবশ্যই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

দেশব্যাপী ধর্ষন, সন্ত্রাস-চাঁদাবাজি, নৈরাজ্য, পতিত স্বৈরাচার আওয়ামীলীগের বিচারসহ সকল গুম, খুন, ধর্ষণ ও অরাজকতার বিচার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে দ্রুত সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন, দ্রুত রোহিঙ্গা সমস্যা সমাধান, বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিশাল জনসভায়

নোয়াখালী জেলা (উঃ) এর সভাপতি হাফেজ মাওলানা নজির আহমাদের সভাপতিত্বে,

সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ও যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আবদুর রহিমপর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুনতাসীর আহমেদ

জনসভায় বিশেষ অতিথি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও বরেণ্য আলেমেদ্বীন মুফতী শামসুদ্দোহা আশরাফী উপস্থিত ছিলেন।

জনসভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ইউসুফ ভূঁইয়া। জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দাওয়াহ ও অফিস সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, কেন্দ্রীয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক রাগিব ওমর রাসেল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব মহিউদ্দিন। নোয়াখালী জেলা উত্তরের সহ-সভাপতি মুফতী মুহাম্মাদ আসেম, মাস্টার নেয়ামত উল্লাহ, নোয়াখালী জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা ফিরোজ আলম, বামুক নোয়াখালী জেলা উত্তরের সদর মাওলানা হোসাইন আহমাদ কালিকাপুরী, জাতীয় শিক্ষক ফোরাম নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি জিএম মাহমুদুল হাসান হামিদী, জেলা দক্ষিণের সভাপতি ইকবাল হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি ডাঃ শাহাদাত হোসাইন শাহীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মুহাম্মাদ শিব্বির আহমাদ, নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মাদ ওয়ালী উল্লাহ, নোয়াখালী সরকারি কলেজ সভাপতি মুহাম্মাদ আব্বাস উদ্দিন , চৌমুহনী এসএ কলেজ সভাপতি মুহাম্মাদ আল আমীন সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।