জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলাসহ নাশকতার দুটি মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার বিকালে জামালপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
আবুল কালাম আজাদ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য ছিলেন।
রাষ্ট্রপক্ষের (পিপি) এডভোকেট আনিছুজ্জামান জানান, নাশকতা পরিকল্পনায় সদর থানায় করা দুটি মামলায় আবুল কালাম আজাদকে তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।