১৯ জানুয়ারি (রবিবার) মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে ইউনিট ছাত্রদলের সকল নেতা কর্মীরা এবং বিভিন্ন অনুষদের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সবার উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১০০০ শব্দের রচনার বিষয় বস্তু নির্ধারণ করা হয়েছে "বাংলাদেশ বিনির্মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান"।

পবিপ্রবি ছাত্রদলের নেতা তানভীর আহমেদের সার্বিক তত্ত্বাবধানে রচনা প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরন করা হয়েছে বিজয়ীদের মধ্যে। রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন কৃষি অনুষদের ২০২২-২৩ অনুষদের শিক্ষার্থী সৌভিক দাস। ২য় স্থান অধিকার করেছেন কৃষি অনুষদের ২০২২-২৩ অনুষদের শিক্ষার্থী সাহিব আহমেদ চৌধুরী। ৩য় স্থান অধিকার করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মোঃ আনাস।এসব উস্থিতত ছিলেন পবিপ্রবি ছাত্রদলের পদ প্রত্যাশি সোহেল রানা জনি, মোঃ ফিয়াদুল হাসান, মোঃ রাশেদ খান, মোঃ আল আমিন, আবির রুম্মানসহ ইউনিটের অন্যান্য  নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

এ আয়োজনের বিষয়ে পবিপ্রবি ছাত্রদলের নেতা তানভীর আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নতুন ধারা বাস্তবায়নের জন্য রচনা প্রতিযোগিতা, বই পড়া, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ কনটেস্ট, চিত্রাঙ্কন,  খেলাধুলা সহ আরো অনেক বুদ্ধিবৃত্তিক ইভেন্ট বেশি বেশি আয়োজন করা উচিত। আমরা তরুনরা চাই রাজনৈতিক দলগুলোতে মেধার চর্চা হোক। ভবিষতে আমাদের প্লান রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, রাজনৈতিক বিভিন্ন বই, শহীদ জিয়াউর রহমান জীবনী, বেগম খালেদা জিয়ার জীবনী সম্পর্কিত যেসব বই আছে সেগুলো পড়ার পরে পঠিত সেই সব বইয়ের উপর পরীক্ষা নেয়ার মাধ্যমে ছাত্রদলের ইউনিটগুলোতে মেম্বার রিক্রুট করার। যারাই ভবিষ্যতে ছাত্রদলকে নেতৃত্ব দিবে তারা মেধায়, বুদ্ধিতে,  জ্ঞানে অন্য সবার চেয়ে এগিয়ে থাকবে। আর এই তরুণ মেধাবীদের খুজে বের করবে এইসব ক্রিয়েটিভ ইভেন্টগুলো।