স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তন, পিরোজপুর জেলা প্রেসক্লাব এর উদ্যোগে "রক্তাক্ত জুলাই বিপ্লব' ২৪" শিরোনামে পিরোজপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জনাব মুহাম্মদ নাসীর উদ্দিন এবং প্রচার সম্পাদক সাইদুল কবির বশির এর সঞ্চালনায় এম এ জলিল এর সভাপতিত্বে জুলাই গণ-অভ্যুত্থানে আহত-পঙ্গু ও শহীদদের স্মরণে আলোচনা ও দু'আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিসি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব শামীম সাঈদী। বিশেষ অতিথি জনাব আলহাজ্ব শামীম সাঈদী তার বক্তব্যে বলেন ৫ আগস্ট জুলাই বিপ্লবের পূর্বে আমাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ ছিল না, এই বিপ্লবের ফলে নতুন সরকার গঠন হওয়ায় আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারি। জুলাই শহীদ এবং আহতদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। উক্ত অনুষ্ঠানে জুলাই এ আহতদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সংক্ষিপ্ত দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।