অন্তর্বর্তী সরকারের প্রতি ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণা জারি করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ l মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘ঐক্যের জন্য মার্চ’ সমাবেশে তিনি এ আহ্বান জানান। সমাবেশে হাসনাত বলেন, "৩ আগস্ট এই শহীদ মিনার থেকে আমরা এক দফা ঘোষণা দিয়েছিলাম। কিন্তু অভ্যুত্থানকে অনেকেই মেনে নিতে পারেননি। এ কারণে পুলিশ ও সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।" কথিত ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন, "বাস্তবতা মেনে নাও। এ দেশে খুনি হাসিনার পুনর্বাসন হবে না। আমরা তাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি।" হাসনাত আরও বলেন, "আমরা, অভ্যুত্থানের নেতৃবৃন্দ, সারাদেশের জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। কিন্তু এখনও আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়নি, দ্রব্যমূল্য এখনও অনিয়ন্ত্রিত। আমাদের অবশ্যই সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে। " একজন বিপ্লবীর ওপর যে কোনো সম্ভাব্য হামলার কথা উল্লেখ করে হাসনাত হুঁশিয়ারি উচ্চারণ করেন, "যদি কোনো বিপ্লবী ক্ষতিগ্রস্ত হয়, তার দায় সরকারকেই নিতে হবে।" তিনি আরও উল্লেখ করেন, "বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার আমরা করতে পারিনি। গত ১৬ বছরে আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যাকাণ্ড চালিয়েছে তার সুরাহা করতে হবে।"