বাংলাদেশ খেলাফত মজলিস দেবিদ্বার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জুলাই- আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে শহীদদের আত্মার মাগফেরাত ও তাদের স্বরণে "আলোচনা সভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত" এর আয়োজন করা হয়।

আজ শুক্রবার (১১ জুলাই) উপজেলার বারেরায় বাংলাদেশ খেলাফত মজলিসের অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 
সভায় বাংলাদেশ খেলাফত মজলিস দেবিদ্বার উপজেলার সভাপতি মাওলানা মজিবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জামসেদ হোসাইন হাবিবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ দেবিদ্বার উপজেলা সাধারণ সম্পাদক মুফতি ইয়াহিয়া রাশেদ কাশেমী।
এছাড়াও বক্তব্য রাখেন, এনসিপির জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠিক সম্পাদক নাজমুল হাসান নাহিদ, দেবিদ্বার পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুফতি আবু সাইদ। বাংলাদেশ জামায়তে ইসলামী দেবিদ্বার পৌরসভার ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা আবুল হাসান, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেবিদ্বারের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমান, দেবিদ্বার উপজেলার ছাত্র সমন্বয়ক মুহতাদির জারীফ শিক্ত, কুমিল্লা জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম ওসমানী-সহ বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলার নির্বাহী দায়িত্বশীল ব্যক্তিবর্গরা।

বক্তব্যে অতিথিরা জুলাই - আগস্ট অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সকল পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও সমবেদনা জানান। আগস্ট পরবর্তী এক বৎসর পূর্ণ হতে যাচ্ছে অথচ বাংলাদেশ দুর্নীতি চাঁদাবাজ ও দখলদারিত্ব থেকে মুক্তি পাইনি বলে তারা মন্তব্য করেন। ফ্যাসিবাদের দ্রুত বিচার ও জরুরী সংস্কারের দাবি জানান। সভায় শহীদদের পক্ষে চারটি জোড়ালো দাবী তুলা হয়, জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, আগামীতে যেন আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা লাভ না করে এজন্য দ্রুত বিচার সম্পন্ন, সংস্কার ও জুলাই ঘোষণাপত্র প্রদান করা, সর্বপরী ন্যায় ইনসাফ ও একটি নিরাপদ রাষ্ট্র গঠনে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারকে সহায়তা করা।
সভা ও দোয়া শেষে দেবিদ্বারের শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয় এবং কবর জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।