বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পৌরসভা হলরুমে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনপাড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলা জান্নাতুল ফেরদৌস।
পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাটোর জর্জ কোর্টের স্পেশাল পিপি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং নাটোর-৪ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ সানাউল্লাহ নূরের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নূর কচি, স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডা. ওয়ালিউল ইসলাম, ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আকতার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠানের শেষাংশে ২০২৪-২৫ অর্থবছরের পৌরসভার সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এই সম্মাননা প্রদানের মাধ্যমে করদাতাদের উৎসাহিত করতে এবং পৌরসভার রাজস্ব আদায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।