বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে।

 এর বাইরে কোন ধরনের টালবাহানা আমরা মেনে নেব না। বুকের তাজা রক্তের বিনিময়ে জুলাই আন্দোলন সফল হয়ে লেডি ফেরাউনকে বিতাড়িত করেছে এদেশের মানুষ। শহীদদের রক্তের মূল্য দিতে পি আর পদ্ধতি ও জুলাই সনদদের অগ্রাধিকার এখন সময়ের দাবি।
শনিবার(১৩ সেপ্টেম্বর ) রাত দশটায় বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার শাখা অফিস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি রাজবাড়ীর নুরা পাগলার ঘটনাকে উল্লেখ করে আরো বলেন, নুরা পাগলা জীবন দশায় ইসলাম ধর্মকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। সে সময় প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি। এখন রাজবাড়ী গোয়ালন্দ এলাকার মসজিদের কোন ইমাম বাড়িতে থাকতে পারতেছে না পুলিশের অভিযানের কারণে। আমি বলব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্যথায় কঠোর আন্দোলন করা হবে। অন্যায় ভাবে আর যাতে কাউকে হয়রানি না করা হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে সুদৃষ্টি রাখতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, বিভিন্ন জেলা ও উপজেলা সহ ভাঙ্গা উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ।