বৃহস্পতিবার ( ২৮শে আগস্ট) ১৯ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, ওইদিন রাত ২:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী বিওপি'র একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়নাবস্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০টি গরু আটক করে। আটককৃত মালামালের সিজারমূল্য ৮,০০,০০০/- টাকা সমপরিমাণ।
দিনের অপর অভিযানে রাত ৩:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি'র একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাংঘিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় সাড়ে তিন হাজার পিস ভারতীয় সুপারী আটক করে। আটককৃত মালামালের সিজারমূল্য ১৭,৫০০/- টাকা সমপরিমাণ বলে জানা যায়।
এছাড়াও গত ২৭ আগস্ট বিকেল ৩:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লালাখাল বিওপি'র একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২,২৫০ কেজি কয়লা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৬৭,৫০০/- টাকা সমপরিমাণ।
বিজিবি সূত্রে জানা যায়, বিষয়োক্ত অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-৮,৮৫,০০০/- টাকা সমপরিমাণ।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন ১৯ বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।