সিলেটের জৈন্তাপুর উপজেলায় শ্রীপুর সীমান্তবর্তী এলাকায় ১৩ জন বাংলাদেশীকে পুশইন করে দেশে ফেরৎ পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরবর্তীতে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৩ জনকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানানো হয়, বুধবার (১৬ই জুলাই)  ভোর ৫:০০ ঘটিকায় বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা শ্রীপুর রাংপানি ১২৮১ নং সীমান্ত পিলারের সন্নিকটে ১৩ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করে বিএসএফ। পরে সীমান্ত এলাকায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তর হতে তাদের আটক করে। 

বিজিবি সূত্রে জানা যায় আটককৃতদের মধ্যে একটি পরিবারের স্বামী স্ত্রী ও তাদের তিন শিশু সহ মোট পাঁচজন ও একজন পুরুষ ও সাতজন নারী সহ মোট ১৩ জন বাংলাদেশী নাগরিক ছিলো।

তাদের বাড়ী বরিশাল, সাতক্ষীরা, নড়াইল, নরসিংদী ও একজনের বাড়ী মৌলভীবাজারের কমলগঞ্জ বলে জানা যায়। 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, আটককৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনপূর্বক জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।