পশ্চিম বগুড়ার কৃতি সন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদের সদস্য, বগুড়া জেলা অফিস সস্পাদক এবং আদমদিঘী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোফাজ্জল হক(৭৩) গত বুধবার ভোর সাড়ে চারটায় আদমদিঘী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন। মৃত্যুকালে স্ত্রী,পুত্র ও কণ্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বাদ আসর মরহুমের প্রতিষ্ঠিত নশরতপুর ধনতলা আলীম মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে ওই মাদ্রাসা প্রাঙ্গনে দাফন করা হয়। মরহুমের জানাজা পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও  বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, আদমদিঘি উপজেলা আমীর মাওলানা আতোয়ার হোসেন,নায়েবে আমীর ডাঃ ইউনুস আলী, সেক্রেটারী গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোহিত তালুকদার প্রমুখ। মরহুমের নামাজে জানাজায় জামায়াত-শিবির, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মাওলানা মোফাজ্জল হক ১০০টির অধিক ধর্মীয় গ্রন্থ লেখার পাশাপাশি তিনি একটি আলিম মাদ্রাসা,হাইস্কুল ও একটি এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।