সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জৈন্তা দারুছুন্নাহ জামেয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা এর গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন কে মাদ্রাসার শিক্ষকবৃন্দের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
রবিবার (৩১শে আগষ্ট) বিকেল ৩:০০ ঘটিকায় মাদ্রাসার অফিস কক্ষে আলহাজ্ব জয়নাল আবেদীনের সভাপতিত্বে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এনটিআরসি-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের যোগদান, খণ্ডকালীন শিক্ষক নিয়োগসহ বিজ্ঞানসহ অন্যান্য বিভাগে শিক্ষক সংকট নিরসনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমান চৌধুরী অত্র প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা, আয়-ব্যয়ের হিসাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব জয়নাল আবেদিন মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, পাঠদান ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মুনতজিম আলী, গোলাম আযম মাহবুব, আবু সাইদ মোঃ আব্দুল্লাহ, নুরুল ইসলাম, শামীম আহমদ, আব্দুল হাসিম, খন্দকার জয়নাল আবেদীন সহ মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ।