জয়পুরহাট প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

জয়পুরহাট প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার জয়পুরহাট প্রেসক্লাবের হল রুমে প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার গেলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ  আল মামুন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সাংবাদিক মাজেদুর রহমান,  আব্দুল আলীম, মাশরেকুল আলম, মিজানুর রহমান মিন্টু রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, মাহবুব হোসেন, আঃ রউফ, সদর থানার ওসি নুর আলম, গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রিন্ট  ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাত করা হয়।