জয়পুরহাট জেলা র্যাব-৫ সিপিসি-৩ কর্তৃক ৬ এপ্রিল রবিবার রাত্রী আনুমানিক ১০.৩০ মিনিট নাগাত নওগাঁ জেলা ধামুইরহাট থানাধীন মুকুন্দপুর এলাকা হতে ১৪ লিটার চোলাই মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটকৃতরা হলেন ১। শ্রী রাজকুমার মালী (২৫), পিতা-নীলকমল মালী ২। মোঃ শহিদ ইসলাম (২৫), পিতা-মৃত শহিদুল ইসলাম, উভয় সাং-মুকুন্দপুর, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ ৩। মোঃ আবু হাসান (২০), পিতা-মৃত মোক্তার হোসেন, সাং-জগদিসপুর, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট এবং ৪। জয়ন্ত মালী (২০), পিতা-নীলকমল মালী, সাং-মুকুন্দপুর, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ।
৭ এপ্রিল সোমবার র্যাব-৫ থেকে সাংবাদিকদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গ্রেফতারকৃত আসামী রাজকুমার চিহ্নিত চোলাই মদ ব্যবসায়ী চক্রের মূলহোতা। সে নিজ বসত বাড়িতে চোলাই মদ উৎপাদন করে শহিদ, আবু হাসান ও জয়ন্তদের মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী সরবরাহ করতো। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজকুমার দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে নিজ বসত বাড়িতে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করতঃ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় শহিদ, আবু হাসান ও জয়ন্তদের মাধ্যমে যুবকদের নিকট ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে, গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
এ অভিযানে আসামীদেরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদের নিকট হতে ১৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়। জব্দকৃত চোলাই মদের প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী উদ্ধারকৃত অবশিষ্ট চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।