মঙ্গলবার ১২ই আগস্ট, বেলা ১২টায় ইয়াসের হাতে নিবন্ধন সনদ তুলে দেন ঝালকাঠি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব শাহপার পারভীন। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
ইয়াসের পক্ষ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন সংগঠনের সভাপতি মোঃ আবির হোসেন রানা, সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি, সহ-সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি, সাবেক সহ-সভাপতি ও সদস্য এস. এম. পারভেজ, ইয়াসের শুভকাঙ্খি মোঃ আল-আমিন তালুকদার, যুব ও সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা আইরিন প্রিয়া, অর্থ সম্পাদক রোহান মল্লিক, সদস্য খান জাহান রিমনসহ অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ।
নিবন্ধন পত্রটি প্রদানকালে বক্তব্যে উপ-পরিচালক জনাব শাহপার পারভীন ইয়াসকে অভিনন্দন জানিয়ে বলেন, "তরুণদের এ ধরনের ইতিবাচক উদ্যোগ সমাজে দৃষ্টান্ত স্থাপন করে। সমাজসেবা অধিদপ্তর সবসময় সামাজিক উন্নয়নমূলক সংগঠনগুলোর পাশে থাকবে এবং ইয়াসের ধারাবাহিক সাফল্য কামনা করে।"
নিবন্ধন প্রাপ্তির বিষয়ে ইয়াসের সভাপতি মোঃ আবির হোসেন রানা বলেন, "এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সমাজের সেবায় তরুণদের সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তন আনার আমাদের প্রচেষ্টা এখন আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে যাবে।"
সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি বলেন, "নিবন্ধন প্রাপ্তি আমাদের জন্য যেমন একটি গর্বের বিষয়, তেমনি এটি একটি বড় দায়িত্বও। আমরা আমাদের কার্যক্রমে আরও স্বচ্ছতা, গতি ও মান নিশ্চিত করতে কাজ করে যাবো।"
প্রতিষ্ঠালগ্ন থেকেই ইয়াস স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, মানবিক সহায়তা, স্বাবলম্বী প্রজেক্ট, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তনে কাজ করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে।