ঝিকরগাছায় যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ৩জন নিহত ও ভ্যানচালকসহ ২জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, ১৯ মার্চ (বুধবার) সকাল আনুমানিক ৭টায় যশোরের ঝিকরগাছার নবীনগর মোল্লা ফিলিং স্টেশনের সামনে।
নিহতরা হলেন, গদখালী ইউনিয়নের বামনআলী গ্রামের হাসান ইকবল (৩২), তার মেয়ে রত্না খাতুন (১১) ও গদখালী জিয়ালাপাড়া গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০)। নিহত হাসান আলীর স্ত্রী হালিমা খাতুন (৩০) ও পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামের বাসিন্দা ভ্যান চালক বাবলু মিয়া (৩৫)আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় যশোর ২৫০শয্যা হাসপাতালে রেপার করা হয়েছে।
নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানিয়েছেন, সকালে নিহত ও আহতরা শার্শায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছলে যশোর অভিমুখী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ই ৭১-৫১১৯) সামনে থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩জন নিহত ও ভ্যানচালকসহ ২জন মারাত্মক আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোর্তজা মোরশেদ
হাসান আলী, রত্না খাতুন ও নাজমা বেগমকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ ৩টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।