এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই রঘুনাথপুর মাঠের পাশে ভিন্ন রকমের ডাকাডাকির শব্দ শুনতে পায় তারা। পরে রোববার দুপুরে সোলাইমান মোল্লার বাড়ির পাশের খড়ির ঘরে মেছো বাঘের একটি বাচ্চা দেখতে পায়। পরে শাবকটিকে উদ্ধার করে সোলাইমান মোল্লার বাড়িতে রাখা হয়।
এ বিষয়ে সোলাইমান মোল্লা জানান, বাড়িতে থাকা অবস্থায় মা ছাড়া শাবক আরও বেশি মাত্রায় ডাকাডাকি করতে থাকে। এজন্য গতকাল রাতেই শিয়াল ধরার ফাঁদ বসিয়ে জঙ্গলের পাশে রেখে আসা হয়। রাতে বিকট গর্জন শুনে সেখানে গিয়ে দেখা যায় একটি মেছো বাঘ আটকা পড়েছে। এখন পর্যন্ত মা ও শাবক দুজনেই সুস্থ ও নিরাপদে আছে। বিষয়টি প্রশাসনের লোকদের জানানো হয়েছে। হরিনাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী সাহা জানান, ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। বন বিভাগকেও খবর দেয়া হয়েছে।