ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মো. হানিফ নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের রাস্তার পাশের একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত হানিফ ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, হানিফকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাঁর দুই হাত প্রায় বিচ্ছিন্ন, শরীরজুড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। কমপক্ষে ১২টি স্থানে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্ত্রী তাসলিমা বেগম জানান, সোমবার রাতে একটি ফোনকল পেয়ে ঘর থেকে বের হন হানিফ। পরে স্থানীয় বাসিন্দারা বাড়ির অদূরে ঝোপের ভেতর তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। তাসলিমা অভিযোগ করেন, তাঁর স্বামীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তিনি জানেন না। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, হত্যার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে এবং এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। ফেনী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্যাহ জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা সম্ভব নয়।