টাংগন ব্যারাজে গেট ছেড়ে দেওয়ার কারণে মাছ ধরার জন্য হাজারো মানুষের ভিড়। একই সাথে জনসাধারণের হিমালয় পাহাড় দেখা এবং মাছ কেনা দুটোই হয়ে যায়।

ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত টাঙ্গন ব্যারেজের গেট গত ৩০/১০/২০২২ ইং তারিখে ছেড়ে দেওয়া হয়। প্রতি বছরের ন্যায় এবারও একই সময়ে টাঙ্গন ব্যারেজের গেট ছেড়ে দেওয়া হয। এতে দুই-দিনের মধ্যে পানি কিছুটা কমে গেলে উৎসুক জনতার ভিড় পড়ে যায়। অনেক জেলে এবং স্থানীয় মানুষজন মাছ ধরার জন্য প্রচন্ড ভিড় করে এবং বাজারে বিক্রি করে।

পেশাদারী জেলেদের তুলনায় সাধারণ মানুষের ভিড় বেশি দেখা যায়। স্থানীয় মানুষেরা বলেন আগের মতো এখন আর তেমন বড় মাছ ধরা পড়ে না।কেউ কেজি দড়ে আবার কেউ নিলামে মাছ বিক্রি করে থাকে। মাছ বিক্রেতাকে ছাড়াও ছোট-বড় অনেক দোকান এখানে এসে ভিড় জমায়। একই সাথে কেউ কেউ দূর থেকে  হিমালয় পাহাড় দেখে।