টাংগাইলের ঘাটাইলে দুঃস্থ হেল্প টিম এর পক্ষ থেকে ইফতার সামগ্রীর হাদিয়া বিতরন অনুষ্ঠিত। দুঃস্থ হেল্প টিম মুলত কাজ করে গরিব, অসহায় মানুষদের নিয়ে।এই টিম ২০২২ সালে যাত্রা শুরু করলেও বৃহৎ আকারে কাজ শুরু করে ২০২৪ সালে ফেনীর বন্যায় নিজ উদ্যোগে প্রায় ৬৫০ পরিবার এর মাঝে ত্রান বিতরণ এর মধ্যে দিয়ে।
এরই পরিধারায় ২০২৫ সালের রমজান উপলক্ষে এই টিম বেশ কিছু পরিবার এর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ এর উদ্যোগ গ্রহণ করে। তাদের ইফতার সামগ্রীতে একটি পরিবার এর জন্য বরাদ্দ করা হয়েছে- ১ কেজি ছোলা,১ কেজি ডাল,১ কেজি মুড়ি,১ লিটার তেল,১ কেজি চিনি,৫০০ গ্রাম খেজুর।
রাতের অন্ধকারে এই টিম বেশ কিছু পরিবার এর মাঝে তাদের ইফতার সামগ্রী বিতরণ করে।১ মার্চ তারা এই কাজ সম্পন্ন করে।ইফতার সামগ্রী হাতে পেয়ে সকলেই তারা অনেক খুশি হয়।
প্রতিষ্ঠাতা পরিচালক মো:রিয়াজুল হাসান (সাজু স্যার) বলেন যারা কারো কাছে হাত পেতে চেয়ে খেতে পারে না তাদের নিয়ে কাজ করে থাকি আমরা।তাদের মুখে হাশি ফুটাতে পারলে অনেক ভালো লাগে।ভবিষ্যতে এটি আরো বড় করে করার পরিকল্পনা রয়েছে।