টাংগাইলের করটিয়ায় একটি মহিলা মাদ্রাসায় বোরকা পরিধান করে এক যুবক প্রবেশ করে। পরে গতি-বিধি সন্দেহ মনে হোলে, উপস্থিত অভিভাবগন তাকে আটক করে জানতে পারে, অই যুবকের কাজ হচ্ছে শিশু দের নানা বিষয়ে প্রলোভন দেখিয়ে তার সাথে নিয়ে যাওয়া।
পরবর্তীতে স্থানীয় লোকজন যুবককে পুলিশের কাছে হস্তান্তর করেদেয়।