মেধাবী নয়মি সরকারের ছোটবেলা থেকেই স¦প্ন ছিল বিশ^বিদ্যালয়ে পড়াশোনা করার। স্বপ্ন পুরনে নিত্য অভাবের সংসারে অনেক কষ্টে পড়াশোনা করেছেন তিনি। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ও মানবিক বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন । ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ও মানবিক ইউনিটে তার স্থান ১৭৪৯ তম। স্বপ্ন পুরনের এত কাছে এসেও টাকার অভাবে স্বপ্ন ভঙ্গের শঙ্কায় দিন কাটছে মেধাবী নয়মির।

মেধাবী নয়মি সরকারের ছোটবেলা থেকেই স¦প্ন ছিল বিশ^বিদ্যালয়ে পড়াশোনা করার। স্বপ্ন পুরনে নিত্য অভাবের সংসারে অনেক কষ্টে পড়াশোনা করেছেন তিনি। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ও মানবিক বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন । ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ও মানবিক ইউনিটে তার স্থান ১৭৪৯ তম। স্বপ্ন পুরনের এত কাছে এসেও টাকার অভাবে স্বপ্ন ভঙ্গের শঙ্কায় দিন কাটছে মেধাবী নয়মির।

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের দিনমজুর জেমস যদু সরকার মেয়ে নয়মি সরকার।মা গৃহিনী,দুই ভাইবোনের মধ্যে নয়মি বড়।ছোট ভাই চয়ন সরকার পড়ছেন নবম শ্রেনিতে।নয়মি সরকার জানান, তার বাবা একজন দিনমুজুর।অভাব অনাটনের সংসারে অনেক কষ্টে করে তাদের দুই ভাই বোনকে পড়াশুনা করান তিনি। নয়মি রথখোলা স্কুল থেকে এসএসসি ও তালা সরকারি কলেজ থেকে এইচ এস সিতে এ প্লাস পেয়ে পাশ করেন। ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিক ইউনিটে ১৭৪৯ তম স্থান অধিকার করেন। টাকার অভাবে কোচিং ও করতে পারেন নি। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কোন রকম কোচিং করেছেন। তবু আদম্য ইচ্ছা শক্তির বলে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তির সুযোগ পেয়েও শুধুমাত্র টাকার অভাবে ভর্তির ব্যাপরে অনিশ্চয়তা দেখা দিয়েছে তার। বিত্তবানদের কাছে ভর্তি ও ভর্তি পরবর্তী লেখাপড়ার খরচের সহযোগিতা কামনা করেছেন নয়মি সরকার।

নয়মি সরকারের বাবা জেমস যদু সরকার  বলেন, পৈত্রিক বাড়ী উপজেলার খলিলনগর ইউনিয়নের ফতেপুর  গ্রামে তার পৈত্রিক বাড়ী। স্ত্রী অসুস্থ হলে বসতবাড়ীর দুইশতক জমি বিক্রি করে তার চিকিৎসা করেছেন। বর্তমানে উপজেলার  জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামে শ্বশুর বাড়ীতে বসবাস করছেন। এক ছেলে ও এক মেয়ে ও স্ত্রী নিয়ে তার সংসার। অন্যের জমিতে কাজ করে যে টাকা আয় হয় তা দিয়ে সংসারই ঠিকমত চলে না।সংসারসহ ছেলে মেয়ের পড়াশুনার খরচ চালাতে খুব কষ্ট হয় যদু সরকারের। এমন পরিস্থিতিতে কিভাবে মেয়েকে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি করাবেন তার জানা নেই। ভর্তি করা ও সেই খরচ বহন করা তার পক্ষে অসম্ভব। মেয়ের বিশ^বিদ্যালয় পড়ার স্বপ্ন পুরনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের কাছে ভর্তি ও পড়াশোনার খরচের সহযোগিতা কামনা করেছেন তিনি। তাকে সহযোগিতার হাত বাড়ালে তার এই নাম্বারে ০১৮৬৫০২১৫২৬ (নগদ ) জেমস যদু সরকার যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।জালালপুর ইউনিনয়নের চেয়ারম্যান এম মফিদুল হক বলেন, আমার এলাকা থেকে নয়মি সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে , আমি তাকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবো। নয়মির পড়াশুনায়  সহযোগিতা করার জন্য সরকারের পাশাপাশি  সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ জানান তিনি।