টাঙ্গাইলের ভূয়াপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ মিটার,সখিপুরের নকিল বিলে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তা নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূয়াপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান ও সখিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান বলেন, যমুনা নদীতে মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে তা নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার বলেন, ১৯৫০ সালের মৎস্য আইন অনুযায়ী বিভিন্ন নদী, খাল-বিলে নিষিদ্ধ ঘোষিত অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও আইনত দন্ডনীয় অপরাধ। বিষয়টি বার বার বলার পরও কিছু জেলে তা মানছেনা। আজ যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৮০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। মাছের প্রজনন বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।