আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী বিরোধী ছাত্র জনতা

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী বিরোধী ছাত্র জনতা। 
শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা।পরে একটি মিছিল বের করা হয়।মিছিলটি শেষ হয় শহীদ মিনারে।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আল আমিন,সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম,মূখ্য সংগঠক ইমতিয়াজ জাবেদ,যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম,যুগ্ম সদস্য সচিব ফারদিন প্রমুখ।এসময় বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগকে অতিদ্রুতই নিষিদ্ধ করতে হবে।এখন পর্যন্ত কি কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না তা আমরা জানতে চাই।আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।অনেকেই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।