টানা বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

রবিবার (২৮ জুলাই) সকালে বাঘাইছড়ির ৯ মাইল এলাকায় পাহাড় ধসে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে প্রতি বছরই এই অঞ্চলে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় থেকে নেমে আসা মাটি ও পাথর সড়কজুড়ে ছড়িয়ে পড়ে, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে সাধারণ মানুষ, বিশেষ করে অসুস্থ রোগী পরিবহনে বড় ধরনের দুর্ভোগের মুখে পড়ে।

স্থানীয় একজন বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, “সড়ক বন্ধ হলে আমরা কার্যত বন্দি হয়ে পড়ি। জরুরি প্রয়োজনে বের হওয়ার কোনো উপায় থাকে না।”

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, “যথাযথ সতর্কতা নেওয়া হলেও পাহাড়ি অঞ্চলে এমন দুর্ঘটনা ঠেকানো কঠিন। আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সড়ক থেকে মাটি ও ধসাবশেষ সরানোর কাজ চলছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।”