টেকনাফে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা৷ ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে

টেকনাফে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা৷ ও জাতীয়  দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ মার্চ)  টেকনাফ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল পৃথক কর্মসূচী পালন করেছে। 
কর্মসূচীর মধ্যে সকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনীর  মাধ্যমে দিবসের সূচনা এবং শহীদদের স¦রণে শহীদ মিনাবে পূষ্পার্ঘ অর্পন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা প্রশানের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স আদর্শ বিদ্যালয় মাঠে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন  আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ এর আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ পুশিল, আনসার, ফায়ার সার্ভিস দল, টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেম। সভায় মুক্তিযুদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। 
পরে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের স্বাধীনতা স্বারক প্রদান করা হয়।
এদিকে বেলা সাড়ে ১১ টারদিকে টেকনাফ উপজেলা মিলনায়তনে ইউএনও শেখ এহসান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  এতে মুক্তিযুদ্ধা ও মুক্তিযুদ্ধা পরিবার, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, মিডিয়াকর্মীগন উপস্থিত ছিলেন।  সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনী বাংলার জনগনকে নির্বিচারে হত্যা করে। এরই প্রেক্ষিতে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এদেশ বিজয় লাভ করে। কিন্তু প্রকৃত স্বাধীনতার ফল এদেশের জনগন ভোগ করতে পারেনি। বার বার বৈষম্যের শিকার হতে হয়েছে।  তাই ২০২৪ এ ফের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ৫ আগস্ট ২ য় স্বাধীনতা লাভ করে।
এসময় বক্তারা স্বাধীনতা যুদ্ধে নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো আবদুল্লাহ,  টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক মো শাহাদত হোসেন, টেকনাফ উপজেলা জামায়াতের আমির মা. রফিক উল্লাহ, টেকনাফ উপজেলা উত্তর শাখার সিনিয়র সহসভাপতি মাও. আবদুল খালেক নেজামী, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী,  গিয়াস উদ্দিন ভুলু প্রমুখ।