টেকনাফ উপজেলা নাফনদী সীমান্ত দিয়ে মাদকের চালান প্রবেশকালে ২ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত রোহিঙ্গা নাগরিক হল, মায়ানমার মংডু শহরের নাফফোরা এলাকার বাসিন্দার মৃত সালেহ আহমদের ছেলে আব্দুর শুক্কুর (২১)। টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৪ জানুয়ারি সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ হতে আনুমানিক ২ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে জেলে পাড়া নামক নাফনদী সীমান্তে চোরাচালান প্রতিরোধ টহলদল টহল নিয়মিত টহল পরিচালনা করছিল। ওই সময়ে দুইজন ব্যক্তিকে নাফনদী দিয়ে সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে জেলেপাড়া এলাকার দিকে দু'জন ব্যক্তি দুইটি বস্তা কাঁধে নিয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক হলে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে টহলদলের উপস্থিতি বুঝতে পেরে বস্তা গুলো ফেলে পালিয়ে যাওয়ার সময় টহলদল একজন ব্যক্তিকে আটক করে। সাথে থাকা অপর একজন পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে টহলদল প্লাস্টিকের দুইটি বস্তার ভিতর হতে দুই লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এদিকে আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবত মায়ানমার হতে ইয়াবা বহন করে বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচার করে আসছে। আটক আসামী সহ জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, মায়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভুত পরিস্থিতিতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির দায়িত্বপূর্ণ বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় টহল তৎপরতা বৃদ্ধিসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক চোরাচালান এবং অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যগণ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।