লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সরদানী পাড়ায় ডলু খালের পাড় ঘেঁষা সড়কে ভাঙন দেখা দিয়েছে । ভাঙনের কারণে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।
রোববার ( ৩০জুন ) সকালে সরেজমিন গিয়ে দেখা যায় , ডলু খালের পাড় ঘেঁষা গারাঙ্গিয়া রশিদিয়া সড়কের সরদানী পাড়ায় ভাঙন দেখা দিয়েছে। চলমান বর্ষণে কোনও ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো মুহূর্তে ডলু খালের পানি ঢুকে গ্রাম প্লাবিত হতে পারে বলে আশংকা করেছেন স্থানীয়রা ।স্থানীয় বাসিন্দা আমির হোসেন প্রতিনিধিকে বলেন , ডলু খালের বিভিন্ন স্থানে ভাঙনের ফলে খাল ঘেঁষা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । খাল ঘেঁষা এ সড়ক দিয়ে প্রতিদিন সওদাগর পাড়া , সিপাহী পাড়া ও মছদিয়া বড়ুয়া পাড়ার ২-৩ হাজার মানুষ ও স্কুল - মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করেন ।
তিনি আরও বলেন , চলমান বর্ষণে কোনও ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো মুহূর্তে পানি ঢুকে প্লাবিত তিনি আরও বলেন , চলমান বর্ষণে কোনও ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো মুহূর্তে পানি ঢুকে প্লাবিত হতে পারে গ্রাম । বিলীন হয়ে যেতে পারে অনেকের বসতঘর । তাই ডলুর ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রতিনিধিকে বলেন , সরদানী পাড়ায় ডলু খালের ভাঙন পরিদর্শন করেছি । ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন বলেও জানান তিনি