ডামুড্যা উপজেলা পূর্ব ডামুড্যা ইউনিয়নের গড়য়া ৪নং ওয়ার্ড নাসির মাঝি গ্রামের একটি কালভাটের সংযোগ সড়ক ধসে গেছে এতে বিপাকে পরছে সম্ভুকাঠি ,জয়ালু,দিকসূল,কোদালপুর আলালপুর সহ হাজার হাজার সাধারন মানুষ ।২৬শে ডিসেম্বর সরে জমিনে দেখা যায়, কালভাটের এক পাশের মাটি নেই গভীর হয়ে গেছে স্থানীয়রা বলেন গত বর্ষার মৌসূমে পানির স্রতে কালভাটের মাটি সড়ে সূড়ঙ্গ খালে পানির স্রোতে ভেঙ্গে নিয়ে গেছে । এই সড়কটি ডামুড্যা বন্দরে আসার একটি সহজ পথ ,এই সড়কটি দিয়ে হালকা ধরনে যানবহ চলাচল করে থাকে ,সড়কটির দুই পাশেই রয়েছে ফসলী জমি কৃষকরা তিন মৌসমের ফসলাদী আনা নেয়া করে। কৃষক মোঃ ইমান হোসেন বলেন এই কালভাটের উপর ধান শুকানো হয় এবং গরু ছাগল নিয়ে যেতে হয় কিন্তু সব সময় আতংকে থাকি আগে গরু ছাগল ছেড়ে দিতাম একাই আসতো এখন সাথে থেকে আনা নেয় করতে হয় ।অটো চালক মোঃ লিটন বলে দিন রাত যাতায়েত করতে হয় কখন যানি কালভাটের নিচে পরে যাই কালভাটের কাছে আসলেই কম্পন সৃষ্টি হয় ।স্থানীয় আমির হোসেন বলেন ৮মাস হয় এই অবস্থায় পরে আছে বাফুরে নায় নাতকুর আসা যাওয়া করে কোন সময় যে নিচে পইরা যায় আমরা জানি না চকে অনেক কাজ সকাল সন্ধ্যা চকে পরে থাকি ।পূর্ব ডামুড্যা ইউনিয়নের চেয়ারম্যান ,আলহাজ্ব মাসুদ পারভেজ লিটন বলেন গ্রামীন সাড়কটি প্রজেক্টে দেয়া আছে। উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল বলেন বর্তমান কোন প্রকল্প হাতে নেই একটা প্রকল্প দেয়া আছে ওটা যদি নাম থাকে তাহলে বাস্তবায়ন করা হবে।