৬ই মার্চ ডামুড্যায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে আলমামুন (৩০) এক সেনাসদস্য নিহত হয়েছে গতকাল ৫ই এপ্রিল শরিয়তপুর জেলার বালার বাজার  ঢাকা - শরীয়তপুর  আঞ্চলিক মহা সড়কে এই ঘটনা ঘটে । ডামুড্যা উপজেলা ধানকাঠি ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃতঃ মান্নান সরদারের ছেলে আল মামুন ,২৫ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট ২৪পদাতিক ডিভিশন এডহক রিক্রুট প্রশিক্ষন  কেন্দ্রের কর্মরত ছিলেন স্থানীয় পুলিশ সুত্রে জানা যায় ২রা এপ্রিল ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন  পরিবার সবার সাথে ঈদ কাটাবে বলে শনিবার মটর সাইকেল নিয়ে জেলা শহরের দিকে যাচ্ছিলেন বালার বাজার আঞ্চলিক সড়কে পৌচাইলে নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে  গুরুতর আহত হয় রাস্তার পথচারি সহ স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তারে মৃত বলে ঘোষনা করেন ।