শরীয়তপুর ডামুড্যায় ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন পৌরসভার ৩নং ওয়ার্ড বিশা কুড়ি এলাকার মোসা: আঁখি (২৩)  নামের এক প্রবাসীর স্ত্রী সন্তানেরা মাকে না পেয়ে কাঁদছে তার দুই শিশু সন্তান।
ঘটনায়টি কে কেন্দ্র করে গত বৃহস্পতি বার ৯ই এপ্রিল  সকালে ওই প্রবাসীর মা ফাতেমা বেগম পুত্র বধূ নিখোঁজ  এ ব্যাপরে ডামুড্যা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছেন যার নাম্বার ৩২০।
জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার বিকাল ৩ টায় বাচ্চার ওষুধ কিনার কথা বলে বাড়ি থেকে দুই সন্তানকে রেখে বাইরে যান। পরে অনেক সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় তার বাবা বাড়িতে যোগাযোগ করলে জানা যায় যে সেখানেও যায়নি পুত্রবধূ মোসাঃ আঁখি। 
তাঁর খোঁজ পেলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধে করা গেল।