খুলনার ডুমুরিয়ায় সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।গতকাল মঙ্গলবার সকালে ডুমুরিয়া বড় বাজার ও ইউনিয়ন পরিষদ সড়কের চালপট্টি সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা ভেঙে ফেলা হয়।
অপরদিকে ডুমুরিয়া উপজেলার ময়ূরী আবাসিক এলাকায় আরও একটি অভিযানের মাধ্যমে ময়ূরী আবাসিক এলাকায় কাদেরের খালের সরকারি দখলকৃত জমি উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন, ডুমুরিয়া উপজেলা কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন জানান,জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডুমুরিয়ার মির্জাপুরে বাসন্তী পূজায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
ডুমুরিয়া মির্জাপুর পূর্বপাড়া মিলন মন্দিরের উদ্যেগে বাসন্তী পূজায় সোমবার বিজয় দশমীর রাতে মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। মন্দির কমিটির সভাপতি শংকর বৈরাগীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিক্ষক দিপন বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সদস্য ইউপি মেম্বার মোক্তার হোসেন, খান আরিফুজ্জামান নয়ন, গাজী সোহেল, মিঠুন মন্ডল, মোজাম্মেল হক মোহন, হারুনুর রশিদ বাবু, ইয়াসিন মোড়ল, সুমন শেখ, জালাল মোড়ল, রনি মোড়ল, আব্দুল্লাহ মোড়ল, পলাশ দাস, রিয়াদ খান প্রমুখ। উল্লেখ্য ৭ দিন ব্যাপী বাসন্তী উৎসবে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন ডুমুরিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্লা মোশারফ হোসেন মফিজ।