গতকাল রবিবার (০৪/০৯/২০২২) সকাল ১১ ঘটিকায় উপজেলার পাংগামটুকপুর ইউনিয়নের পাংগাচৌপতি নামক স্থানে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী দাসের সভাপতিত্বে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষও মহিলা )-১ম ধাপ ২০২২ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলম।

 তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন নিয়মকানুন,আইনশৃংখলা রক্ষার্থে তাদের ভুমিকা ইত‍‍্যাদি বিযয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ছাড়াও সমাজ থেকে যৌতুক,বাল‍্যবিবাহ,ইভটিজিং কিভাবে প্রতিরোধ করা যায় এ ব‍্যাপারে তাদের সহযোগিতা কামনা করেন।

গত ৩১ আগষ্ট প্রাথমিক যাচাইবাছাই শেষে ইউনিয়নের ৩২জন নারী ও ৩২ জন পুরুষকে নির্বাচন করে আজকে তাদেরকে নিয়ে ১০দিনের জন‍্য মৌলিক প্রশিক্ষণ শুরু করেন উপজেলা আনসার ভিডিপি কার্যালয় যা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ রুবেল ইসলাম,পাংগামটুকপুর ইউনিয়ন আনসার ও দল  নেতা মোঃ রাকিব ইসলাম সহ আরও  অনেকে।