আনিফ রহমান নীলফামারী বিশেষ প্রতিনিধি: 'নিয়মিত ভূমি কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি'—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে 'ভূমি মেলা-২০২৫' এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

আনিফ রহমান নীলফামারী বিশেষ প্রতিনিধি: 'নিয়মিত ভূমি কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি'—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে 'ভূমি মেলা-২০২৫' এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫শে মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী।
 
উদ্বোধনের পর ভূমি অফিস প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। পরে, শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু রাহাত সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরন-নবী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সুধীজন ও ছাত্র প্রতিনিধিবৃন্দ।

ভূমি অফিস জানিয়েছে, সপ্তাহব্যাপী ভূমি মেলায় সাধারণ জনগণকে ডিজিটাল সেবা, মিউটেশন, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর বিষয়ে সরাসরি তথ্য ও সহযোগিতা প্রদান করা হবে।