রাজধানীর মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং এবং রাস্তা দখলের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

ডিএমপির লালবাগ বিভাগের উদ্যোগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে র‍্যাব, কোতয়ালী ও বংশাল থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুইজনকে কারাদণ্ড, দুইজনকে অর্থদণ্ড এবং চারজনকে গ্রেফতার করা হয়।

ট্রাফিক-লালবাগ বিভাগের সূত্রে জানা যায়, মিটফোর্ড রোডে ঠেলাগাড়ি স্ট্যান্ড বসিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে এক সিন্ডিকেট সর্দারকে সড়ক পরিবহন আইনের ৯২ ধারায় সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে, বাবুবাজার ব্রিজ এলাকায় বাহাদুর শাহ পরিবহনের এক চালককে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোর দায়ে সড়ক পরিবহন আইনের ৬৬ ধারায় এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, অবৈধভাবে ট্রাক পার্কিং করে যান চলাচলে বাধা সৃষ্টি করায় দুই ট্রাক চালককে ৬,০০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে তারা অর্থদণ্ড পরিশোধ করে মুক্তি পান।

অভিযানের সময় রাস্তা দখল করে গ্যারেজ বসানো এবং অবৈধ রিকশা ও ভ্যান রাখার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান চলাকালে পজ মেশিনের মাধ্যমে একাধিক মামলা রুজু করা হয় বলে জানিয়েছে ট্রাফিক-লালবাগ বিভাগ।