গতকাল ১৯ আগস্ট বিকাল ৪:৩০ ঘটিকায় ঢাকা জজ কোর্ট জামায়াতের উদ্যোগে রোকনদের (সদস্য) নিয়ে সদস্য সম্মেলন অন্নপূর্ণা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ ইসলামাবাদীর দারসুল কুরআনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। জজ কোর্ট শাখার সভাপতি বিজ্ঞ সিনিয়র আইনজীবী মোহাম্মদ আব্দুর রাজ্জাক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সিনিয়র আইনজীবী এস এম কামাল উদ্দিন। বিজ্ঞ আইনজীবী আবু বকর সিদ্দিক সম্মেলনটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানটিতে নির্বাচনী কলাকৌশল আলোচনাসহ করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন- "মাল ও জীবন দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম কর।" কিন্তু আমরা বলি জীবন ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে। আল্লাহ আমাদেরকে প্র্যাকটিস করাতে চাচ্ছেন মাল ও জান দিয়ে প্রচেষ্টা চালানোর জন্য। তাই রোকন ভাইদেরকে সর্বাগ্রে সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম চালাতে হবে। তিনি সমালোচনাকারীদের উদ্দেশ্যে বলেন, ব্যাংক শেষ হয়ে গেলেও জামায়াতে ইসলামীর ব্যাংক শেষ হবে না।
তিনি আরও বলেন, ২০২৪ এর আগস্টের পূর্ব ও পরের মৌলিক পার্থক্য হল- ৫ আগস্ট এর পূর্বে শেখ হাসিনা ছিল এখন হাসিনা নেই। এটাই আমাদের জন্য যথেষ্ট। মুক্ত নিঃশ্বাস নিতে পারাটা শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে এটাই বাংলাদেশের মানুষের সফলতা।
তিনি একটি সংস্থার জরিপের উল্লেখ করে বলেন, কিছুদিন পূর্বে একটি জরিপে জামায়াতের জনপ্রিয়তা সাড়ে ১০% এবং বিএনপি'র ১২% দেখানো হয়েছে। আগামী ৬ মাস অতিক্রান্ত হলে তাদের (বিএনপি) আকাম কুকামের ফলে আমাদের জনপ্রিয়তার হার আরো বৃদ্ধি পাবে। ৩% থেকে সাড়ে ১০% জনপ্রিয়তার কৃতিত্ব জামায়াতের নয়, সম্পূর্ণ অবদান ১২% আকাম কুকাম ওয়ালাদের আর আল্লাহর ইচ্ছা।
পরিশেষে প্রধান অতিথি রুকনদের (সদস্যদের) উদ্দেশ্যে বলেন, আপনাদের উপর দেশের জনগণ আস্থা, ভরসা, নির্ভরতা রাখছে। তাই সাংগঠনিক কার্যক্রমসহ জনকল্যাণমুখী কাজ ধৈর্যের সাথে অব্যাহত রাখলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সফলতা আসবে ইনশাআল্লাহ।