সিটিজেন ব্যাংক আয়োজিত ঢাকা ৩য় বিভাগ কোয়ালিফায়ার ক্রিকেট লীগ ২০২৫ গ্রুপ (H) এর খেলা পূবেরগাও ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান ( PKSP) তে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় Af boxing cricket club ক্লাব Pallabi cricket club ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে। Af boxing club এর পক্ষে দলীয় অধিনায়ক শেরপুরের ছেলে রাকিব ১০ ওভারে ১৬ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। মাঠে লীগ না থাকায় শেরপুর জেলার ক্রিকেট দিন দিন পিছিয়ে যাচ্ছে। নতুন প্লেয়ার বের হচ্ছে না, তার মধ্যে রাকিবের এমন পারফরম্যান্স শেরপুর জেলার নবীন প্লেয়ারদের নতুন করে আশার আলো দেখাচ্ছে। এর আগে ৪২ তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪ টায়ার ২ শেরপুর জেলার পক্ষ হয়ে হ্যাট্রিক, সাত উইকেট এবং অলরাউন্ডিং পারফরম্যান্স সারা বাংলাদেশে রেকর্ড ছিল । ৪৩ ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৫ শেরপুর জেলার হয়ে সেরা পারফরম্যান্স করেন। শেরপুর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বর্তমানে নতুন করে আবার খেলায় ফিরেছে। তাকে দেখে অনেকে আবার নতুন করে ক্রিকেট খেলা শুরু করছেন।