ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যৌন নিপীড়নের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যৌন নিপীড়নের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার রাত ১২টার দিকে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করলে একে একে অন্যান্য হলের শিক্ষার্থীরাও এতে যোগ দেন।  শিক্ষার্থীরা “উই ওয়ান্ট জাস্টিস”, “আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই”, “ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে রাত পৌনে ১টার দিকে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে বসে অবস্থান নেন এবং দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।  আইন বিভাগের শিক্ষার্থী জারিন তাসনীম রিমি বলেন, “আমরা চাই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। একটি ধর্ষকও যেন আর মুক্ত না থাকে।”  সুফিয়া কামাল হলের শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, “বিচারহীনতার সংস্কৃতি চলতে দেওয়া যাবে না। অপরাধীদের দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে।”  লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসমিয়াহ্ বলেন, “একদিনে অন্তত পাঁচটি ধর্ষণের খবর দেখেছি। এই জাতি কখনো ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখেনি। আমরা বিচার চাই।”  এর আগে সন্ধ্যা ৭টায় রোকেয়া হলের শিক্ষার্থীরা মশাল মিছিল বের করে ধর্ষকদের প্রকাশ্য বিচার দাবিতে প্রতিবাদ জানান।  শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে তারা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন, যতক্ষণ না বিচার নিশ্চিত হয়।