তরুণ অভিনেতা ও নাট্যশিল্পী শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর ঢাকা স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাহবাজ সানীর মৃত্যুর খবরটি  অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।"
নির্মাতা ইমরাউল রাফাতের পরিচালনায় 'কাছে আশার পর' নাটকের মাধ্যমে শোবিজ জগতে পা রাখেন শাহবাজ সানী। এরপর ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় 'আব্দুল্লাহ' নাটকে তিনি প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তরুণ এই অভিনেতার অকাল প্রয়াণে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী, বন্ধু ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করছেন।