রাজশাহীর তানোর পৌরসভা টিবিএম কলেজে এসএসসি (ভোক) নবম শ্রেণি শিক্ষার্থীদের নবীন বরণ ও এইচএসসি ( বিএমটি) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন, মঙ্গলবার সকালে অধ্যক্ষ অসীম কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মো. সিদ্দিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মো. মুকবুল হোসেন, বিদ্যোৎসাহী সদস্য অব. সার্জেন্ট ও কবি মো. আলাল হোসেন, শিক্ষানুরাগী সদস্য সচিন্দ্র নাথ মাহাতো প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত শতাধিক শিক্ষার্থীদেরকে ফলজ গাছ হাতে তুলে দেয়া হয়।
এছাড়া একাদশ শ্রেণির শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মোসা. সুমাইয়া খাতুন ও মোসা. আকলিমা খাতুনকে শুভেচ্ছা ক্রেস্ট দেয়া হয়।