ঐদিন দাওয়াতের কাজ শেষে রাতের খাবার রান্নার শেষে ১জন অসুস্থ হয়ে পরেন৷ পরে রাতের খাবার খেয়ে মসজিদে ঘুমিয়ে পরেন সবাই ৷ গভীর রাতে বাহির থেকে অজ্ঞাত ব্যাক্তি নামাজ পড়ার কথা বলে দরজা খুলতে বললে দরজা খুলে দেন তারা

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪১দিনের তাবলীগে এসে অচেতন হওয়া সকল রোগী সুস্থ হয়েছেন ৷ গতকাল ১২ জুন সোমবার বিকালে তাবলীগ জামাতের আমির সকলের সুস্থতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ৷ তাবলীগে আসা সকলেই ভোলার জেলার লালমোহন থানার ফুলবাগিচা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ৷ তিনি আরও বলেন, ভোলা থেকে ৮জন ছাত্র ও ৫জন বৃদ্ধের সমন্নয়ে গঠিত একটি ছাত্র তাবলীগ জামাত বের হয়ে ভান্ডারিয়া উপজেলা তাবলীগ কমিটির কাছে এসে পৌছায়৷ পরে তাবলীগ কমিটির দেওয়া তালিকা অনুযায়ী গত ৯জুন শুক্রবার সকালে ভান্ডারিয়া উপজেলার ২নং নদমূলা ইউনিয়নের ৩নং চিংগুরিয়া গ্রামের কলোনী বাজার গাজীবাড়ি সংলগ্ন সমজিদে ৩দিনের সফরে আসেন তারা৷

ঐদিন দাওয়াতের কাজ শেষে রাতের খাবার রান্নার শেষে ১জন অসুস্থ হয়ে পরেন৷ পরে রাতের খাবার খেয়ে মসজিদে ঘুমিয়ে পরেন সবাই ৷ গভীর রাতে বাহির থেকে অজ্ঞাত ব্যাক্তি নামাজ পড়ার কথা বলে দরজা খুলতে বললে দরজা খুলে দেন তারা ৷ পরে ঘুমের ন্যায়ে অচেতন পরেন তাবলীগের সকল সদস্যরা ৷ অচেতন হওয়া ব্যাক্তিরা জ্ঞান ফিরে পাওয়ার পর তাদের সাথে থাকা সর্বোমোট ১৯,৫৮০/- টাকা, ২টি মোবাইল ফোন ও কিছু কাপর চুরি চয়েছে বলে জানান তারা ৷ সেই সাথে ৪১ দিনের সফর সম্পন্ন করার বিষয়টি আমলে নিয়ে অর্থ সহায়তা কামনা করেন দির্ঘ ৪১ দিনের সফরে আসা তাবলীগ জামাতের সদস্যরা৷

এদিকে, এসকল ঘটনা জেনে অবাক হন মুসলিম সহ ভিবিন্ন ধর্মের অনুসারীরা৷ এতিমধ্যে তাবলীগের খরচ বহনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয়রা ৷ ৪১ দিনের সফর পুরোপুরি সম্পন্ন করে নিজ বাড়িতে ফিরবেন বলে জানিয়েছেন ৪১ দিনের সফরসাথী তাবলীগ জামাতের সদস্যরা ৷