ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেরর প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেরর প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
পরে তারাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে  মুক্তিযুদ্ধেের মহান বীর সেনানিদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্থবক অর্পন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।সকাল ৮ ঘটিকায় তালদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে
  আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে পুলিশ, আনসার ও ভিডিপি সহ বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও দিনব্যাপী শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ ও বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণদের সংবর্ধনা প্রদান এবং ইফতার মাহফিল।
জাতির শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
পুষ্পস্তবকসহ বিভিন্ন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ,এন ও)জাকির হোসেন।সহকারী কমিশনার ভূমি সৈয়দ তামান্না হুরাইয়া,
উপজেলা কৃষি অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি'র একমাত্র যুগ্ম আহ্বায়ক,তারাকান্দা উপজেলা সাবেক  চেয়ারম্যান,তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোতাহার হোসেন তালুকদার।