ময়মনসিংহের তারাকান্দায়  ঝুকিপুর্ন ভবনে চলছে ভূমি সেবা।
গতকাল মঙ্গলবার সরে জমিন ঘুরে দেখা গেছে, উপজেলার কামারিয়া ইউনিয়ন ভূমি অফিস ময়মনসিংহ- নেত্রকোনা সড়কের  পাশে  মোজাহারদী মৌজা একটি ঝুঁকিপূর্ণ টিনসেট করে ভূমি সেবার কার্যক্রম চলছে।
সহকারী  ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা সামিউল ইসলাম মর্নিং পোষ্ট 'কে জানান, ঝুঁকিপূর্ণ নড়বড়ে টিনের ঘরে ভূমি সেবা দিতে গিয়ে হিমচিম খাচ্ছি।সামান্য বৃষ্টি হলে ঘরের মেঝেতে পানি পড়ে মূল্যবান কাগজপত্র নষ্ট হচ্ছে।  
সুত্রে জানা যায়,  দেশ স্বাধীনের পর থেকেই এ নড়বড়ে জুকিপূর্ণ ভবনে ভূমি সেবা চলছে।
ভূমি অফিস সুত্রে  জানা গেছে, বি.আর.এস  রেকর্ডে মোজাহারদী মৌজাস্থ ১নং খতিয়ানে ৮১২ দাগে ৩ শতাংশ ভুমি ইউনিয়ন ভূমি অফিসের নামে রেকর্ড হয়েছে। ওই খতিয়ানে  বাকি  জমি ব্যক্তি মালিকানা নামে রেকর্ড হওয়া সরকারী ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ করা হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সৈয়দা তামান্না হুরায়রা মর্নিং পোস্ট'কে বলেন, ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ জরুরী।
 উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন সুলতানা মর্নিং পোস্ট'কে জানান, এ বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি। আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।