ময়মনসিংহের তারাকান্দায় কামারগাঁও ইউনিয়নের হরিয়াতলা গ্রামে অন্তঃস্বত্তা গৃহবধূকে ধর্ষণ চেষ্টার  দায়ে অভিযুক্ত ছাইদুল ইসলাম(২৭)কে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যগণ এবং এলাকাবাসী।

৮ এপ্রিল(সোমবার)দুপুরে তারাকান্দা উপজেলা পরিষদ কার্য্যালয়ের সামনে রাস্তায় এই মানববন্ধন করেন তারা।

এ সময় মানববন্ধনে অংশ নিয়ে তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এবং কামারগাঁও ইউনিয়নের টিম লিডার আশাদুল হক মন্ডলসহ অন্যান্যরা অবিলম্বে অভিযুক্ত ছাইদুল ইসলামকে গ্রেফতার এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

জানা গেছে,গত ৩ এপ্রিল(বৃহস্পতিবার) রাত ১ টার দিকে গৃহবধূর প্রতিবন্ধী স্বামী সেলিম মিয়া ঐ গৃহবধূকে ঘরে একা রেখে বাড়ীর পাশের দোকানে  যায়।এই সুযোগে প্রতিবেশী কাজিম উদ্দিনের পুত্র ছাইদুল ইসলাম সেলিম মিয়ার বসত ঘরে প্রবেশ করে ৮ মাসের অন্তঃস্বত্বা ঐ প্রতিবন্ধী গৃহবধূকে হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।এ সময় গৃহবধূ চিৎকার করলে বাড়ীর লোকজন এগিয়ে আসে।সবাই এগিয়ে আসলে অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় ছাইদুল।সকালে ধ্বস্তাধ্বস্তিতে আহত গৃহবধূর জরায়ুমুখে রক্তপাত শুরু হলে ঐ গৃহবধূকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা।এরপর থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন ভিকটিমের পিতা মো.শোখশেদ আলী আকন্দ(৫৩)।তারাকান্দা থানা মামলা নং-৪ তারিখ ৪/৪/২০২৫ইং।মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছে ছাইদুল।