"দূর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা" গড়বে আগামীর শুদ্ধতা " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার( ৯ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দূর্নীতি বিরোধী পতাকা উত্তলন করা হয়, এরপর তালতলী আমতলী সড়কের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সর সামনে মানববন্ধন শেষ উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবু ছিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা এ সময় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তালতলী উপজেলা শাখার আমির মাওলানা মো: আব্দুল মান্নান, সেক্রেটারি মাওলানা শাহ জালাল পিয়াদা,ইসলামি আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো.আফজাল হোসাইন তালতলী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আ.রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করছে,দুর্নীতি বন্ধ করতে সবার আগে আমাদের নিজেদের চরিত্র পাল্টাতে হবে। সেই সাথে দুর্নীতি সহায়ক সকল কার্যক্রম বন্ধ করতে হবে। চাকুরীতে নিয়োগ ও সেবা প্রদানের ক্ষেত্রে এমন পদ্ধতি চালু করতে হবে, যাতে কেউ দুর্নীতি করতে না পারে। এ ছাড়া সকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে নতুন বাংলাদেশে ছাত্র-জনতা আন্দোলনে সকলেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন, এবং প্রত্যেক অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী দুর্নীতিমুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন