সাতক্ষীরা তালায় "স্হানীয়ভাবে উদ্ভাবিত লাগসাই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন" শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের আয়োজনে, উপজেলা, জেলা বিজ্ঞান ও গবেষনা পরিষদ এর সহযোগীতায়, বৃহস্পতিবার(২১ নভেম্বর) অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল , উপজেলা সহকারী প্রোগ্রামার ইজ্ঞিনিয়ার মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায়, শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তালা সরকারী হাসপাতালের পঃপঃ কর্নকর্তা ডাক্তার রাজীব সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ হাজিরা খাতুন, উপজেলা একাডেমী সুপারভাইজার প্রভাষ কুমার দাশ, বৈজ্ঞানিক কর্মকর্তা আমিন হোসেন, জসিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মনোজ কুমারপ্রমুখ ৷ সেমিনার উপলক্ষে বিভিন্ন স্টল প্রদর্শিত হয় ৷