সিরাজগঞ্জের তাড়াশে নারী উদ্যাক্তাদের কর্মসংস্থানে ফুড কর্ণার, বিউটি পার্লার, বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার তাড়াশ শাখার চেয়ারম্যান নূসরাত জাহান পৌর শহরের কাজী মার্কেটে ওই তিনটি কেন্দ্রের উদ্ভোধন করেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে দক্ষ প্রশিক্ষণ প্রবপ্ত নারী উদ্যাক্তাদের দ্বারা পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারীদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় ২০ জন নারী উদ্যাক্তা ওই প্রতিষ্ঠান গুলো পরিচালিত করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার তাড়াশ শাখার প্রশিক্ষণ কর্মকর্তা ইমরান হোসেন সোহাগ, প্রশিক্ষক এনামূল হক, শিফা আক্তার, রিমঝিম সরকার সৃষ্টি, রোকেয়া তালুকদার, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমূখ।
উল্লেখ্য, জাতীয় মহিলা সংস্থার তাড়াশ শাখার উদ্যোগে ২০২১ সাল থেকে ২০২৫ সালের আগষ্ট পর্যন্ত তাড়াশ উপজেলায় ৬ হাজারের অধিক তৃণমূল পর্যায়ের নারীকে আত্ম কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।