উৎসবমুখর  পরিবেশে ও নান্দনিক নানা আয়োজনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়নে মোক্ষপুর শিশু- কিশোর একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় শিশু কিশোর একাডেমি মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউল হাসান জামিল যুগ্ম আহবায়ক, ত্রিশাল উপজেলা ১১নং মোক্ষপুর ইউনিয়ন বিএনপি, অভ্যর্থনায় ছিলেন মোহাম্মদ আলী প্রধান শিক্ষক শিশুর কিশোর একাডেমি, উদ্বোদক হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান বিশিষ্ট ব্যবসায়ী আরকে সিরামিক্স, প্রধান আলোচক আবুল মুনসুর ফ্রান্স প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক, ডাঃ মোঃ মাহবুবুল আলম যুগ্ন আহবায়ক ১১নং মোক্ষপুর ইউনিয়ন বিএনপি এর সভাপতিত্বে এবং মোঃ সুরুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তৌফিকুর রহমান প্রফেসর মতিজিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, আলী হোসেন সাবেক শিক্ষক ঈদগাহ উচ্চ বিদ্যালয়, আরিফুর রহমান সোহাগ,শরিফুল ইসলাম শরিফ, ডাঃ বোরহান উদ্দিন প্রমূখ।



 আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,বীরমুক্তিযোদ্ধা ও অভিভাবকবৃন্দ। প্রতিযোগিতার শুরুতে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় জাতীয় সংগীত পরিবেশনের সাথে- সাথে জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

পরে আমন্ত্রিত অতিথিগণ উক্ত প্রতিষ্ঠানের  শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এসময় মোক্ষপুর শিশু কিশোর একাডেমি , ত্রিশাল, ময়মনসিংহের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সম্মানিত শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।