মামলার বাদী এসআই/দেবাশীষ সাহা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বিএনপি জামায়াত এর কিছু দুষ্কৃতিকারী নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে সরকারী স্থাপনা ভাংচুর, ক্ষতিসাধন, লুটপাটের মত অন্তর্ঘাতমূলক কাজ করার জন্য কাচারীপাড়া এলাকায় আসামী মিজানুর রহমান এর অফিসে একত্রিত হচ্ছে। পরবর্তীতে পুলিশ সুপার, জামালপুর মহোদয়ের নির্দেশে, অফিসার ইনচার্জ, জামালপুর থানা এর নেতৃত্বে কাচারীপাড়া এলাকা হইতে নাশকতা ও দুস্কৃতিকর কাজের ষড়যন্ত্রকারী ১৯জন আসামী থানায় আসিয়া বাদীর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে জামালপুর থানার মামলা নং-০১, তারিখ-০১/০৪/২০২৩ খ্রি. ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি রুজু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা-এসআই/মোঃ আব্দুল আউয়াল সরদার এজাহার নামীয় ১৯জন আসামী এবং ঘটনায় জড়িত ০২জন আসামীসহ মোট ২১জন আসামী-১। মোঃ লিয়াকত আলী (৫৮), ২। মোঃ মিজানুর রহমান (৫৫), ৩। মোঃ আব্দুর রাজ্জাক লিটন (৬০), ৪। মোঃ উবায়দুল্লাহ (৫৪), ৫। শেখ আল সাখাওয়াত পারভেজ রাজন (৩১), ৬। মোঃ মোখছেদুর রহমান হারুন(৪৫), ৭। রাকিবুল হাসান বিপুল(৩৬), ৮। কামরুল হাসান কাবুল(৩৮), ৯। মোঃ সুফিয়ান কবির শিপন(৪৫), ১০। আবুল মুনসুর(৫০), ১১। শাকিব হোসেন(২২), ১২। শফিকুল ইসলাম(৩৫), ১৩। মোঃ লাল মিয়া(৩৬), ১৪। আল আমিন(২৯), ১৫। আলা উদ্দিন(৩৬), ১৬। আতাউর রহমান(৬০), ১৭। আলী রেজা(৫৮), ১৮। ইয়াকুব মিয়া(৪০), ১৯। মোঃ সাজু মিয়া(৩৬), ২০। মোঃ সুমন মিয়া (২৬), ২১। আবুল হাসান জয় (২৭) দেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।